হার্টবিট ডেস্ক
সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে রাজস্বখাতে অস্থায়ীভাবে ১১৮টি পদ সৃজন করেছে। বুধবার (১৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরেরর অস্থায়ী রাজস্বখাতে সৃজিত ১১৮টি পদ ১ জুন ২০২০ থেকে ৩১ মে ২০২১ পর্যন্ত, ১ জুন ২০২১ থেকে ৩১ মে ২০২২ এবং ১ জুন থেকে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
নতুন সৃজিত হওয়া পদগুলোর মধ্যে সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান, ক্যাটালগার, লাইব্রেরি এসিস্ট্যান্ট, বাজেট অফিসার, সহকারী বাজেট অফিসার, হিসাব রক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষণ, ক্যাশিয়ার, অডিটর, সুপারিনটেনডেন্ট, ব্যক্তিগত কর্মকর্তা, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্টোর অফিসার, স্টোর কিপার, সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, কন্ট্রোল অপারেটর, আর্টিস্ট, মেশিন ইংকার, মেশিনম্যান, অফসেট অপারেটর, প্রুফ রিডার, ড্রাফটি, প্লেট মেকার, কম্পোজিটর, অফসেট ক্যামেরাম্যান, ফটোকপি মেশিন অপারেটর, ডার্করুম সহকারী, পেপার কাটিং মেশিনম্যান ও ডেসপাচ রাইডার। এইপদগুলো প্রত্যেকটি একটি করে সৃজন করা হয়েছে। এছাড়া অফিস সহায়ক পদে ৩৬টি পদ সৃজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।
Discussion about this post