হার্টবিট ডেস্ক
৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ও এফসিপিএস লিখিত পরীক্ষা একই সময়ে হওয়ায় পরীক্ষায় অংশ গ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চিকিৎসকরা। তাদের দাবি, এফসিপিএস পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দিলে সবাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পরীক্ষা কমিটির মিটিংয়ে আগামী জুলাইয়ে এফসিপিএস সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) একাধিক কাউন্সিলর মেডিভয়েসকে জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয়ে আগামী শনিবার (১৯ জুন) সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিপিএস। সে দিন কাউন্সিল মিটিংয়ে চূড়ান্ত হবে।
বর্তমান কোভিড সংক্রমণের হার পুনরায় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিশেষ বিসিএস আয়োজন করে। গত ৬ জুন থেকে তা শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
অন্য দিকে এফসিপিএস লিখিত পরীক্ষা এক জুলাই শুরু বলে গত ১৪ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে প্রথম সপ্তাহে যে চিকিৎসকেরা ৪২তম বিসিএস ভাইভায় অংশ নেবেন, তাঁদের একই দিনে দুই পরীক্ষা হওয়ায় তাঁরা উভয়সংকটে পড়েছেন।
তাঁদের কথা বিচেনায় নিয়ে পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি জানান নবীন চিকিৎসকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, ৪২তম বিসিএসের ভাইভা চলবে ১৩ জুলাই পর্যন্ত, এর মধ্যে পার্ট-ওয়ানের তারিখ দিয়েছে ৪-৬ জুলাই, যেটা এক সপ্তাহ পিছিয়ে দিলে সবাই অংশ নিতে পারতো। অন্যথায় অনেকেই পরীক্ষা দিতে পারবে না। তাই তাদের দাবি বিবেচনায় নিয়ে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য বিসিপিএস কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
Discussion about this post