হার্টবিট ডেস্ক
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের রুপের যেন শেষই নেই। শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ভ্যারিয়েন্টে অবস্থার পরিবর্তন দেখিয়েছে ভয়ংকর এ ভাইরাসটি। সেই সাথে ক্রমেই রূপ বদল করছে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশটিতে সম্প্রতি আরও শক্তিশালী স্ট্রেইন মিলেছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে মঙ্গলবার (১৫ জুন) এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিউটেশনের মাধ্যমে করোনাভাইরাস নতুন আরও একটি মারাত্মক স্ট্রেইন তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই.১ (AY.1) ভ্যারিয়েন্ট।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হয় ডেল্টা ভ্যারিয়েন্টকে। এখন নতুন উদ্বেগ তৈরি করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই স্ট্রেইনের ওপর ককটেল ইনজেকশনের প্রভাব ইতিবাচক নয়। অর্থাৎ, এই স্ট্রেইন মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। এখনও অবশ্য ভারতে সেভাবে সংক্রমণ ছড়ায়নি এই স্ট্রেইন। তবে বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা প্লাস ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি সংক্রামক। ফলে এ নিয়ে সরকারকে যে আগেভাগে ব্যবস্থা নিতে হবে তা স্পষ্ট।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৬৩ জনের শরীরে নতুন এই নয়া স্ট্রেইনটির খোঁজ মিলেছে। ভারতে ছয় জনের শরীরে এই স্ট্রেইন শনাক্ত হয়েছে। কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, রাশিয়ায়ও করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। যুক্তরাষ্ট্রেও এই স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।
পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর বিশেষজ্ঞ বিনীতা বল জানিয়েছেন, ডেল্টার এই নতুন রূপ কতটা সংক্রামক এবং কত দ্রুত ছড়ায় তা দেখার বিষয়। সিএসআইআর-আইজিআইবি-র ডিরেক্টর চিকিৎসক অনুরাগ অগ্রবাল জানিয়েছেন, সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের প্লাজমা নিয়ে পরীক্ষা করে দেখতে হবে, ডেল্টার পরিবর্তিত রূপের বিরুদ্ধে ভ্যাকসিন কতটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।
Discussion about this post