হার্টবিট ডেস্ক
কোভিড-১৯ নিয়ন্ত্রণে বরিশাল জেলায় ৩৯ হাজার ৬শ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে।
বুধবার (১৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৬৬ বক্সের প্রতিটিতে ৬শ ডোজ করে এ ভ্যাকসিন বুঝে নেওয়া হয়।
ভ্যানে চার জেলার টিকা ছিল। এতে বরিশালের জন্য ৫১ হাজার ডোজ, ঝালকাঠির ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনার ২১ হাজার ডোজ টিকা রয়েছে। বরিশালের জন্য নির্ধারিত টিকার বক্স সিভিল সার্জন কার্যালয়ে নামিয়ে বাকি টিকা ওই গাড়িযোগে পৌঁছে দেওয়া হয়।
সিভিল সার্জন বলেন, পাঁচটি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। ওই টিকা বরিশালে আসে ২৯ জানুয়ারি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, চীন সরকারের উপহার হিসেবে কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ৬ লক্ষ্য ভ্যাকসিন ‘সিনোভ্যাক্স’র মধ্যে বরিশাল জেলার জন্য ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হলো। শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।
Discussion about this post