হার্টবিট ডেস্ক
করোনার টিকা প্রাপ্তি সাপেক্ষে অর্থনীতির সম্মুখ সারির যোদ্ধা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৬ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সংগঠনটির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী তাদের একথা বলেন ন।
এ সময় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি তৈরি পোশাক কারখানায় কর্মরত বিদেশি কর্মকর্তা, ব্র্যান্ড প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের জন্য ৮শ’-৯শ’ করোনা ভ্যাকসিন বরাদ্দের অনুরোধ জানান।
মন্ত্রীর সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বছর খানেক আগে বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগারকে (সিএমএসডি) পিপিই সরবরাহ করে।
কিন্তু সিএমএসডি এখনও মূল্য পরিশোধ করেনি। এতে সংশ্লিষ্ট কারখানাগুলো আর্থিক সংকটে রয়েছে। এই সংকটে থেকেই কারখানাগুলোকে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে।
কারখানাগুলোর পাওনার পরিমাণ ৩৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিএমইএ। বিষয়টি সুরাহার জন্য মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
Discussion about this post