হার্টবিট ডেস্ক
কেবল মানবিক সহায়তার অংশ হিসেবে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) একটি ফোনকলেই সংকটাপন্ন করোনা রোগীদের বাসায় অক্সিজেন পৌঁছে দেবে । দুর্যোগকালে পুলিশের এই বিশেষ সেবা নিতে গুনতে হবে না কোনো খরচ।সাধারণ জনগণও আরএমপির এই অক্সিজেন সেবা পাবেন।
আজ মঙ্গলবার (১৫ জুন) নগর পুলিশ সদর দফতরে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
দায়িত্বরত পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশাজীবী কোভিড আক্রান্ত রোগীদের বিনা মূল্যে অক্সিজেন দিতে এই অক্সিজেন ব্যাংক খোলা হয়েছে। ৫০টি অক্সিজেন সিলিল্ডার নিয়ে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ যাত্রা শুরু করল।তবে সেবার পরিধি বাড়াতে অচিরেই সিলিন্ডার সংখ্যা ১০০-তে উন্নীত হবে।
এ বিষয়ে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতাল ছাড়া রাজশাহীর অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকসমূহে সেন্ট্রাল অক্সিজেন নেই। হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালু করতে সময় লাগবে অন্তত পক্ষে ২ থেকে ৩ মাস। করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত রোগীদের প্রথম থেকেই শ্বাসকষ্টে অক্সিজেনের অভাব দেখা দেয়। অনেকের বাসা-বাড়িতে অক্সিজেনের প্রয়োজন হয়। বিভিন্ন কারণে তারা অক্সিজেন সংগ্রহ করতে পারেন না। এসব দিক বিবেচনায় মানবিক কাজের অংশ হিসেবে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ গড়ে তোলা হয়েছে।
পুরো এই কার্যক্রম বাস্তবায়নে কনস্টেবল, এএসআই, এসআই ও ইন্সপেক্টর পদের ১০ জনকে প্রাথমিক পর্যায়ে এ অক্সিজেন সিলিন্ডার ব্যবহার, সিলিন্ডার স্পিড মাত্রা নির্ধারণ, রিফিল কৌশল রপ্ত করানো হয়েছে।
নগর পুলিশপ্রধান বলেন, কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে কেউ ভুগছেন, এমন সংবাদ আরএমপির কন্ট্রোল রুমে (মোবাইল: ০১৩২০-০৬৩৯৯৮) জানালে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে আরএমপি। তবে বিশেষ এই সেবা মিলবে একেবারই বিনা মূল্যে।
Discussion about this post