হার্টবিট ডেস্ক
দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থকায় নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালগুলোতে। কোন কোন এলাকায় রোগীরা চিকিৎসা নিচ্ছেন নিজ বাড়িতে।
শনিবার (১২ জুন) ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অপরিবর্তিত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
রাজশাহী:রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীর একজন ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৩৬৬টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক সাত শতাংশ। ২৭০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন ২৮৯ জন। আইসিইউতে ভর্তি ১৮ জন বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. শামীম ইয়াজদানী।
ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে নতুন করে চারজন মারা গেছেন। সবশেষ ৪৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে জেলা ও উপজেলায় প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে কাজ করা হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও সদর ট্রাফিক ইনচার্জ মাসুদ সরকার।
খুলনা:খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, এ মেডিকেলে আরও দুজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৪ শতাংশ। ১০০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন ১৩২ জন। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। রোববার থেকে শুরু হবে এক সপ্তাহের লকডাউন।
যশোর ও বেনাপোল:করোনা সংক্রমণ রোধে যশোর ও নোয়াপাড়া পৌরসভায় লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ ঘণ্টায় ১৩৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জন করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেনাপোলেরই ১১ জন। মারা গেছেন ৩ জন। আক্রান্তের হার ২৭ শতাংশ বলে জানান যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান।
সাতক্ষীরা:দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনেও ঘরের বাইরে সাতক্ষীরা পৌরসভার মানুষ। নতুন করে মারা গেছেন আরও একজন। ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬৮ জন। জেলার ৬৮৩ জন রোগীর মধ্যে মাত্র ৬৯ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
কুড়িগ্রাম:কুড়িগ্রামে আক্রান্তের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। ২৪ ঘণ্টায় ২৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১১ জন। হাসপাতালে ভর্তি ৯ জন।এ ছাড়া ঝিনাইদহে শনাক্তের হার ২০ শতাংশ ও কুষ্টিয়ায় ২৯ দশমিক ৭৫ শতাংশ বলে জানা গেছে।
Discussion about this post