হার্টবিট ডেস্ক
২৬ জুন থেকে সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে । পরীক্ষা চলবে ৩ জুলাই পর্যন্ত।
আজ রোববার (১৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে সাময়িকভাবে যােগ্য প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়ে ঢাকার আগারগাঁও শের-ই-বাংলা নগরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরে বর্ণিত যােগ্য রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫ প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হলেও চূড়ান্ত যোগ্যতা নিশ্চিত করে না। কোনাে প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনাে শর্তের উল্লেখযােগ্য ঘাটতি পাওয়া গেলে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার্থীদের যেসব কাগজপত্র জমা দিতে হবে
সাময়িকভাবে যােগ্য প্রার্থীদেরকে নিন্মোক্ত কাগজপত্রের এক সেট মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি মােখিক পরীক্ষার বাের্ডে কমপক্ষে আধা ঘণ্টা (৩০মিনিট) পূর্বে জমা দিতে হবে।
ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
খ. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদ।
গ. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যাসেট সনদ।
ঘ. সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফা দানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশ।
ঙ. সরকারি/ স্বায়ত্তশাসিত/ অর্ধস্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্র।
চ. আবেদনকারীর স্থানী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রামাণ্য সনদ।
ছ. কম্পিউটার চালনায় দক্ষতা সনদ।
জ. জাতীয় পরিচয়পত্র (NID)।
ঝ. বাছাই/ লিখিত/ ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি।
ঞ. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদফতর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্র (প্রযােজ্য ক্ষেত্রে)।
ট. প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানা পরবর্তীতে পরিবর্তিত হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানায় স্বপক্ষে প্রাক্তন এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নােটারি পাবলিক কর্তৃক সাক্ষরিত সনদ।
ঠ. বিপিএসসি ফরম-৫এ (আবেদনকারীর কপি)
ড. প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী সাক্ষাৎকার/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
ঢ. মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে মোবাইল ফোন ও কোনো প্রকার যোগাযোগসহ প্রবেশ/ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ন. মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে আধা ঘণ্টা পূর্বে সংশ্লিষ্ট মােখিক পরীক্ষা বাের্ডে অবশ্যই উপস্থিত হতে হবে।
ত. প্রার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Discussion about this post