হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের আলফা থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক ডেলটা ভেরিয়েন্ট বলেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ । ব্রিটেনে নতুন করে আক্রান্তদের ৯০ ভাগই সংক্রমিত হচ্ছেন ডেলটা ভ্যারিয়েন্টে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। করোনার ডেলটা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া গেছে ভারতে। আর আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় কেন্ট শহরে।
যুক্তরাজ্যে গত সপ্তাহ পর্যন্ত ৪২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন, যারা ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
ডেলটা ভ্যারিয়েন্টের কারণে এপ্রিলের পর প্রথমবারের মতো আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পরছে প্রাণঘাতী এ ভাইরাস।
ব্রিটেনের বিশেষজ্ঞরা বলছেন, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে মাত্র ১৭ শতাংশ কার্যকর। এ কারণে উদ্বিগ্ন যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ।
Discussion about this post