হার্টবিট ডেস্ক
সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ জেনারেল ফিজিশিয়ানদের (জিপি) জন্য তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স চালু করেছে । প্রতিষ্ঠান দুটি যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (৯ জুন) রাজধানীর বনশ্রীতে সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানের কার্যালয়ে এক অনুষ্ঠানের এ তথ্য জানানো হয়। সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানের সভাপতি ও ডাক্তারখানার প্রতিষ্ঠাতা ডা. রতীন্দ্র নাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এমবিবিএস চিকিৎসকদের জন্য এ কোর্স। কোর্সটি করার পর চিকিৎসকরা স্বতন্ত্রভাবে জেনারেল ফিজিশিয়ান হিসেবে চিকিৎসা দিতে পারবেন। পহেলা জুলাই থেকে অনলাইনে প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।’
সংগঠনটি দেশে জেনারেল জিপি রেফারেল সিস্টেম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং সারা দেশে জেনারেল প্র্যাকটিস মডেল হিসেবে ডাক্তারখানার ১৪৮ টি শাখা চালু রয়েছে বলেও জানিয়েছেন ডা. রতীন্দ্র নাথ মন্ডল।
Discussion about this post