হার্টবিটডেস্ক
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে মাস্ক দিলো চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
বুধবার (০৯ জুন) দুপুরে বিএমএ প্রেসিডেন্ট মোস্তফা জালাল মহিউদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার আমরা দুই হাসপাতালে আমাদের সংগঠনের পক্ষ থেকে কেএন ৯৫ মাস্ক দিয়েছি। আগামীকাল মিটফোর্ড হাসপাতালেও মাস্ক দেওয়া হবে।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে দেড় হাজার মাস্ক ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষের কাছে এক হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে। এ সময় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিক্যাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, মাস্কগুলো হাসপাতালের চিকিৎসক নার্স ও স্টাফদের দেওয়া হবে।
Discussion about this post