হার্টবিট ডেস্ক
রোগী ভাগিয়ে নেওয়া এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত করার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ২৪ দালালকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব-৩ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, আটক ২৪ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। হাসপাতালগুলোতে এ ধরনের দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে কাজ করছে র্যাব। মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে সেখানে চিকিৎসা দেওয়ার বিষয়ে ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরো বলেন, যেসব বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যায় দালালরা, সেখানে চিকিৎসা সেবার মান অত্যন্ত নিম্ন। ভালো চিকিৎসা পায়নি বলে অনেক ভুক্তভোগী ভ্রাম্যমান আদালতের কাছে অভিযোগ করেছে। যেসব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি, সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম বলেন, এতে করে হাসপাতালের কার্যক্রমের গতিশীলতা আরো বাড়বে। দালাল চক্রের সাথে হাসপাতালের কোন কর্মচারী কিংবা কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
Discussion about this post