হার্টবিটডেস্ক
করোনার প্রকোপে অনেকটা বেসামাল ভারত। সাধারণ মানুষের পাশাপাশি সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করা স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে মারাও গেছেন অনেকে। তবুও সব উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
এরইমধ্যে টুইটারে এক ছড়িয়ে পড়েছে। লাদাখের সংসদ সদস্য জামাং সেরিং নামগাল টুইট করেছেন। প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে প্রত্যন্ত লাদাখ অঞ্চলে যেতে খননকাজে ব্যবহৃত যন্ত্রের সাহায্যে (আর্থ মুভার) লাদাখ নদী পার হচ্ছেন।
চারজন স্বাস্থ্যকর্মী আর্থ মুভার যন্ত্রের সামনে বসে আছেন। এর মধ্যে দুজন পিপিই পরা।
টুইটারে ছবি পোস্ট করার পাশাপাশি বিজেপির এই নেতা লিখেছেন, ‘কোভিড যোদ্ধাদের স্যালুট। কোভিড যোদ্ধাদের একটি দল প্রত্যন্ত লাদাখ অঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে নদী পার হচ্ছেন। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন ও কোভিড যোদ্ধাদের সহযোগিতা করুন।’
এরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এসব সম্মুখযোদ্ধাদের প্রশংসায় ভাসাচ্ছেন। ছবিটিতে কয়েক ঘণ্টার মধ্যেই ৭ হাজার ৭০০ বারের বেশি লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে এক হাজারের বেশিবার।
Discussion about this post