হার্টবিটডেস্ক
২০ বছর ট্রায়ালের পর যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োজেনের উদ্ভাবিত আলঝেইমার বা স্মৃতিশক্তি কমে যাওয়া রোগের ঔষধের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ঔষধটির নাম ‘অ্যাডুকেনুম্যাব’।
সোমবার (০৮ জুন) যুক্তরাজ্যভিক্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাডুকেনুম্যাবের উৎপাদক প্রতিষ্ঠান বায়োজেনের দাবি, মস্তিষ্ক ও আলঝেইমার সৃষ্টিকারী ক্ষতিকর প্রোটিন নিয়ন্ত্রণে সক্ষম ঔষধটি।’
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের হিসাব উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘দেশটিতে প্রায় ৬০ লাখ মানুষের মধ্যে আলঝেইমারের মৃদু উপসর্গ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে ২০৩০ সালে এই রোগের আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়াতে পারে। ফলে দেশটিতে এটি অনুমোদন পেলে এসব রোগীদের চিকিৎসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘ ২০ বছর পরীক্ষা চালানোর পর বিশ্বে প্রথমবারের মতো স্মৃতি শক্তি বাড়ানোর ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ’
প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে আলঝেইমার বা স্মৃতিশক্তি কমে যাওয়া রোগে যথাযথভাবে কাজ না করায় ট্রায়াল স্থগিত করা হয়েছিল।
Discussion about this post