হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের হার্ড কপি স্বাস্থ্য অধিদপ্তরের জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তাদের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই।
আজ মঙ্গলবার (৮ জুন) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো রসুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নরত সরকারি শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভূক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি-২০২১ ইং অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীগণকে নং-৮০.১১০.০৩৮.০০.০০.০১৬.২০২১-১১৭, ২৩ মে সংখ্যক আদেশ মোতাবেক আবেদন পত্রের হার্ড কপি আগামী ৭ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি আবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, অতিরিক্ত রেজিস্ট্রার, উপচার্যের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post