হার্টবিট ডেস্ক
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে । আগামী ১১ জুন এ লিখিত পরীক্ষা অনষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (০৮ জুন) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে উল্লেখিত কেন্দ্রে বর্ণিত তারিখ, সময় ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
রাজধানীর মোট ১৭টি পরীক্ষা কেন্দ্রে আগামী শুক্রবার (১১ জুন) বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post