হার্টবিট ডেস্ক
নোয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। আক্রান্তের হার শতকরা ৩২ দশমিক ৫৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৫৪ জন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২৩ জন।
আজ শনিবার (৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হইয়েছে। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এর আগে এ সংখ্যা ১২০ পর্যন্ত ছিল। লকডাউন ঘোষিত সদর উপজেলাতেই সর্বশেষ ৬৫ জন আক্রান্ত হয়েছেন’।
তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৭০ জন। শুক্রবার আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন দুই হাজার ১৬১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) রয়েছেন ৩৫ জন ও আইসোলেশনে আছেন আটজন’।
Discussion about this post