হার্টবিট ডেস্ক
করোনা সংক্রমণ রোধে চীনের উদ্ভাবিত সিনোফার্মের ভ্যাকসিন প্রতি ডোজ ১০ ডলারেই বাংলাদেশ পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এর আগে ২৭ মে (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির এক বৈঠকে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
ওইদিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে।
Discussion about this post