হার্টবিট ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। চলমান করোনা ভাইরাস পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় কঠোর লকডাউন চলায় আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। এই পরীক্ষা আগামী ২৫ জুন আয়োজনের ব্যাপারে মৌখিকভাবে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, রাজশাহীতে ডেন্টাল ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র রয়েছে। সেখানে লকডাউন থাকা এবং নতুন করে কয়েকটি জেলায় লকডাউন দেয়ায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্থগিত পরীক্ষা আগামী ২৫ জুন নেয়া হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। করোনা সংক্রমণ কমে আসলে ওইদিন পরীক্ষা আয়োজন করা হতে পারে।
প্রসঙ্গত, এবার সারাদেশে সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন সংখ্যা ৫৪৫টি। এর বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে।
Discussion about this post