হার্টবিট ডেস্ক
বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদেরকে সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নে ১০৮ চিকিৎসকের সাক্ষাৎকার নিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (০২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্ব্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক নোটিস এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের লক্ষ্যে আগামী ১৬ জুন ২০২১ বুধবার বেলা দুইটায় সংযুক্ত তালিকার ১-৪০ পর্যন্ত, আগামী ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার দুইটায় সংযুক্ত তালিকার ক্রমিক ৪১-৮০ পর্যন্ত এবং ১৯ জুন ২০২১ শনিবার দুইটায় সংযুক্ত তালিকার ক্রমিক ৮১-১২০ পর্যন্ত কর্মকর্তাদের সাক্ষাৎকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রলালয়ের সভা কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘সাক্ষাৎকারে নোটিসের সাথে সংযুক্ত তালিকার কর্মকর্তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
আদেশ অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থামন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post