হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা ডেন্টাল কলেজে রাজস্বখাতে অস্থায়ীভাবে ৭৩টি পদ সৃজন করার অনুমোদন দিয়েছে ।
মঙ্গলবার (০১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা এর রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ক্যাডারবহির্ভূত ৭৩টি পদের মেয়াদ ০১ জুন ২০২১ থেকে ৩১ মে ২০২২ তারিখ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
নতুন সৃজন হওয়া পদগুলো, অধ্যাপক পদে আটটি, সহযোগী অধ্যাপক ১২টি, সহকারী অধ্যাপক পদে ২১টি, প্রভাষক ২৫টি, ইউ.ডি.এ পদে একটি, সহকারী হিসাব রক্ষক পদে একটি, এ্যানিমেল কেয়ার টেকার পদে একটি, টেক্সিডার্মিস্ট একটি, ক্যাশ সরকার পদে একটি, লাইব্রেরী এটেনডেন্ট পদে একটি, পাম্প অপারেটর পদে একটিসহ মোটটি পদসৃজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সম্মত আছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post