হার্টবিট ডেস্ক
হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগ, পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশনগ্রেড প্রদান বিষয়ক দুটি বিভাগীয় নির্বাচন কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (০১ জুন) মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২৩ নভেম্বর ২০২১ তারিখের ৪৫,০১,০০০০,১৪০,১১,০০১,২০-১৫৭৮ সংখ্যক অফিস আদেশ সংশোধনপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫/০৫/২০২১ তারিখের ০৫,১৭০,০২২,২০,০০,০৪৩,২০১০-১৪৩ সংখ্যক স্মারকের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর ও তার আওতাধীন হাসপাতাল বা প্রতিষ্ঠানের ১১ হতে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) কর্মচারিদের নিয়োগ, পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশনগ্রেড প্রদান বিষয়ক বিভাগীয় নির্বাচন কমিটি নিম্নরুপভাবে গঠন করা হলো।’
কমিটির কার্যপরিধি:
১. রাজস্বখাতভুক্ত ১১-২০ গ্রেডের পদ (৩য় ও ৪র্থ শ্রেণি) সরাসরি নিয়োগ ও পদোন্নতি দ্বারা পূরণের জন্য প্রার্থী বা ফিডার পদধারী বাছাই এবং তাদের বকেয়া সিলেকশনগ্রেড ও টাইমস্কেল মঞ্জুরির ক্ষেত্রে সুপারিশ প্রদান করবে।
২. এ কমিটি সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে জনবল নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি ও বিধি-বিধান এবং কর্মচারিদের বকেয়া সিলেকশনগ্রেড ও টাইমস্কেল প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধানসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আদেশ সুপারিশ প্রদান করবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও অফিস আদেশে বলা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post