হার্টবিট ডেস্ক
সম্প্রতি করোনাভাইরাসের উচ্চ সংক্রমিত সীমান্তবর্তী জেলায় অঞ্চল ভিত্তিক সম্পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
মঙ্গলবার (০১ জুন) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘৩৬ ও ৩৭তম সভা জুমের মাধ্যমে ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত হয়।’
এ সময় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহম্মদ খুরশীদ আলম।
সভায় সুপারিশগুলোর মধ্যে আছে, সারা দেশব্যাপী জারি করা সরকারি বিধি নিষেধ কঠোরভাবে পালন করতে হবে। সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা। রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা বন্ধ করা (টেক-অ্যাওয়ে ব্যবস্থা চলতে পারে)। সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা। পর্যটন স্থান বা বিনোদন কেন্দ্র বন্ধ রাখা।
সভায় অন্যান্য সুপারিশের মধ্যে আছে, তাৎক্ষণিকভাবে স্থানীয় কার্যক্রম গ্রহণে স্থানীয় প্রশাসনকে ক্ষমতার্পণ করা, সীমান্তবর্তী সকল জেলাসহ উচ্চ সংক্রমিত এলাকা থেকে আন্তঃ জেলা গণপরিবহন বন্ধ করা।
Discussion about this post