হার্টবিট ডেস্ক
করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চাঁপাইনবাবগঞ্জে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। চলমান এ বিধিনিষেধ আগামী ৭ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
আজ সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার শতকরা ৬৩ ভাগ ছিল। এ অবস্থায় গত ২৪ মে জেলাটিতে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ করা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি। পরিস্থিতি অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে আজ রাত ১২টা থেকে লকডাউন দেওয়া হয়েছে।
জেলার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশিদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলেও ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের জন্য জেলাজুড়ে লকডাউন কার্যকর করা হবে।
এদিকে গত ২৮ মে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘সম্প্রতি জেলার সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। গত সপ্তাহে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ ভাগের উপর ছিল এখন তা শতকরা ৩৪ ভাগে নেমে এসেছে। জেলায় বর্তমানে একটিভ করোনা রোগীর সংখ্যা ৪৭১ জন।’
স্থানীয়ভাবে কঠোর লকডাউনের সুফল পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘সংক্রমণের এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ জনগণের স্বাস্থ্যবিধি মানার ব্যপারে অনীহা। এছাড়া সীমান্তবর্তী অঞ্চল হওয়াও একটি কারণ হতে পারে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। লকডাউনের সুফল আমরা পেয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে পরিস্থিতির আর অবনতি না হলে লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না।’
Discussion about this post