হার্টবিট ডেস্ক
করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান সীমিত পর্যায়ের ‘লকডাউন’ ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন করা হয়েছে।
আজ রোববার (৩০ মে) দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের চলমান লকডাউন ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ায় সরকার। তবে অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লাসহ সব ধরনের গণপরিবহণ। এছাড়া সীমিত পরিসরে হোটেল রেস্তোরায়ও বসে খাওয়া-দাওয়া করা যাবে।
রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখর উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা ২৩ মে ২০২১ তারিখ মধ্যরাত থেকে ৩০ মে ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।’
এছাড়া আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকাগুলো আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post