হার্টবিট ডেস্ক
সিনোফার্ম উদ্ভাবিত বিবিআইবিপি-করভির পাঁচ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা পুলিশ সদস্যরাও পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদ্প্তর।
শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চীন থেকে উপহার হিসেবে ৫ লাখ টিকা এসেছে। এই টিকা সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেয়া হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে দেশে ৩৭ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যদের দেয়া হবে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, পাঁচ লাখ টিকা আড়াই লাখ জনকে দেয়া হবে। দেশে আড়াই লাখ মেডিকেল শিক্ষার্থী নেই। যে কারণে পুলিশ সদস্যদের এই টিকা দেয়া হবে।
গত ২৯ এপ্রিল জরুরি ব্যবহারে সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত ১২ মে বাংলাদেশে এই টিকার ৫ লাখ ডোজ উপহার হিসেবে পাঠায় চীন সরকার। আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠানোর কথা দিয়েছে বেইজিং।
এছাড়া সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে সরকার। এ টিকার প্রতি ডোজ কিনতে খরচ হবে ১০ ডলার করে, যা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি। সিরামের কাছ থেকে প্রতি ডোজ ৪ ডলারে কিনছে বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে টিকা কিনবে সরকার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ মে) থেকে দেশে শুরু হয় চীনের টিকা প্রয়োগ। আপাতত ঢাকা মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী মেডিক্যাল, স্যার সলিমুল্লাহ ও মুগদা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই টিকার প্রয়োগ চলছে।
আগামী ১০ দিনের মধ্যে সারা দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে এই টিকা প্রয়োগ শুরু হবে। এর সঙ্গে পুলিশ সদস্যদেরও দেয়া হবে এই টিকা।
Discussion about this post