হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১ হাজার ৪০১ জন মিডওয়াইফকে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে নবনিয়োগপ্রাপ্ত ওই মিডওয়াইফদের ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার তাদের দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়। পদায়ন সংশ্লিষ্ট প্রজ্ঞাপন স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর ২০১৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। চলতি বছরের ২০ মার্চ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৫ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
Discussion about this post