হার্টবিট ডেস্ক
বেসরকারি মেডিকেল কলেজগুলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আলোকে ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তির অনুমোদন পেল । সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই অনুমতি প্রদান করেছে।
বুধবার (২৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় বিএমডিসি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে ন্যূনতম ৪০ বা তদূর্ধ্ব প্রাপ্ত নম্বরপ্রাপ্তদের মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে, যা সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের জন্য প্রযোজ্য। ভর্তির ক্ষেত্রে সেই তালিকা অনুসরণ করে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা নীতিমালা অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাঁদের পছন্দের কলেজে আবেদন করবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনোভাবেই মেধাক্রম লঙ্ঘন করা যাবে না, একাধিক দফায় ভর্তির প্রয়োজন হলে প্রতিবারই মেধাক্রম অনুসরণ করতে হবে। প্রতিবার ভর্তির ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড করা যাবে।
ভর্তি কার্যক্রমের ধাপ
১. এক জুন থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।
২. পাঁচ জুন থেকে ভর্তির আবেদন বিতরণ শুরু।
৩. ১৫ জুন আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ।
৪. ১৯ জুন সকল আবেদনের কোটাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।
৫. এক জুলাই ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু।
৬. ১৫ জুলাই অপেক্ষমাণ তালিকাসহ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার শেষ তারিখ
৭. এক আগস্ট থেকে ক্লাস শুরু।
Discussion about this post