হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৮ মে এর পরিবর্তে আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৭ মে) বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ভর্তি ও পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২১ ইং সেশনের এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং এমফিল পিএসএম এবং এমপিএইচ ভর্তি পরীক্ষা পরিবর্তিত সময়সূচী ৪ জুন অনুষ্ঠিত হওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা ভর্তি পরীক্ষা শুক্রবার ৪ জুন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিনে এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নোটিসে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, মহামারী করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধির কারণে যদি সরকার উক্ত সময়ে লকডাউন ঘোষণা করে তাহলে ৪ জুন অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারন করা হবে। অন্যথায় নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ৩১ মে পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বিএসএমএমইউ ওয়েবসাইটের মাধ্যমে আসন বিন্যাস, পরীক্ষার ভেন্যু এবং এডমিট কার্ড প্রিন্টের তারিখ জানানো হবে।
এর আগে করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৫ মে এক নোটিসে জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষাটি আগামীকাল ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এরও আগে গত ২৩ মে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এমফিল, এমএমইডি, ডিপ্লোমা, এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি পরীক্ষা এখন সম্পূর্ণ আইনগত দিকনির্দেশনার উপর নির্ভর করছে। যদি আইনগত কোনও সমস্যা না থাকে তাহলে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আইনগত কোনও সমস্যা দেখা দিলে আগামী ৪ জুন পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
তবে পরীক্ষার সার্বিক বিষয়ে গৃহীত যেকোনো সিদ্ধান্ত খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিএসএমএমইউ ভিসি।
Discussion about this post