হার্টবিট ডেস্ক
কড়া লকডাউনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১২ টি।
বুধবার (২৬ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী। তিনি বলেন, জেলায় করোনা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন, করোনা পরিস্থিতির অবনতির জন্য চাঁপাইনবাবগঞ্জে দেয়া বিশেষ লকডাউনে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন।
এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিভিন্ন স্থানে ১২ টি মোবাইল টিম পরিচালনা করছেন তারা।
জনসাধারণকে বিশেষ লকডাউন মানাতে সচেতনতা তৈরির পাশাপাশি কেউ বিধি অমান্য করছে কিনা সে বিষয়ে লক্ষ রাখছে মোবাইল টিম। এছাড়া শহর ও জেলার প্রবেশ দ্বার গুলোয় বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। এতে অ্যাম্বুলেন্স, জরুরি সরবরাহ ও আমের শ্রমিক ব্যতীত সাধারণ মানুষকে জেলার বাইরে যেতে ও প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এছাড়া ৪৫ টি ইউনিয়নে লকডাউন বাস্তবায়নে বিশেষ টিম গঠন করে মনিটরিং করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।
Discussion about this post