হার্টবিট ডেস্ক
দেশে প্রথমবারের মতো দুইজনের শরীরে ভারতের বিরল ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। তারা দুইজনই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
জানা গেছে, সম্প্রতি ভারতে এই রোগটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সর্তক বার্তা জারি করে স্বাস্থ্য অধিদফতর। এমন পরিস্থিতিতে গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে এবং পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের দেহে রোগটি শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ। তিনি বলেন, আমাদের ল্যাবে দুইজনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। বারডেমের ল্যাবরেটরিতে করোনা রোগীর শরীরের এবারই প্রথম রোগটি শনাক্ত হয়।
ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক জাতীয় একটি রোগ, যা প্রধানত কোভিড রোগীদের মধ্যে ছড়াচ্ছে। এই রোগের উপসর্গ হলো- জ্বর, মাথাব্যথা, নাক ও চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টি কমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, রক্তবমি ইত্যাদি।
Discussion about this post