হার্টবিট ডেস্ক
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ মে) থেকে সোমবার (২৩ মে) দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন মৃতের মধ্যে তিনজন করোনা পজিটিভ ও সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ জন, রাজশাহীর ৪ জন ও পাবনা জেলার একজন রোগী মারা গেছেন।
তিনি আরও বলেন, বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৮জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ৫৪ জন পজিটিভ ও ১০৪ জন উপসর্গ রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও ৫৪ জন পজিটিভ রোগীর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৪ জন রোগী।
Discussion about this post