হার্টবিট ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নিজের নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য উপজেলা প্রশাসনের কাছে একটি লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর করেছেন। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে লাশবাহী ফ্রিজার ভ্যানটি রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়।
সোমবার (২৪ মে) দুপুরে ঢাকা সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে লাশবাহী ফ্রিজার ভ্যানটি হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সহকারি কমিশনার (ভুমি) রাজিব চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মাহবুব মিল্কি, ভাইস চেয়ারম্যান আয়েশা আকতারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়াবাসীর জন্য এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক বছর আগে একটি এবং সরকারের পক্ষ থেকেও তিন বছর আগে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। এ দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসী দিন-রাত্রি সেবা পাচ্ছেন। এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ যে লাশবাহী ফ্রিজার ভ্যান উপজেলা পরিষদকে হস্তান্তর করা হলো, সেটিও লাশ বহন ও সংরক্ষণের সংকট নিরসনে সহায়ক হবে বলে আমি আশা করি।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়াসহ আশপাশের উপজেলা গুলোর অনেকে প্রবাসে থেকে জীবিকা নির্বাহ করেন। সেখানে অনেকসময় দুর্ঘটনার শিকার হয়ে রেমিটেন্সযোদ্ধারা প্রাণ হারান। তাদের লাশ দেশে আনার পর অনেকসময় ফ্রিজার ভ্যানের অভাবে সমস্যায় পড়তে হয়। এ ধরনের মানবিক সহায়তায় শুধু রাঙ্গুনিয়া নয়, আশপাশের উপজেলাতেও ফ্রিজার ভ্যানটি সেবা প্রদান করতে পারবে বলে জানান তিনি।
Discussion about this post