হার্টবিট ডেস্ক
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মামলায় এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
সোমবার (২৪ মে) সংস্থাটির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে ছয়টি নির্মাণাধীন ভবন ও ৩৫টি বাসাবাড়ি পরিদর্শন করেছি। এর মধ্যে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলা দায়ের ও এক লাখ টাকা জরিমানা করা হয়। একটি বাড়িতে আবদ্ধ অবস্থায় পানি জমে থাকা এবং এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় সেখানেও আরেকটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে আজকের অভিযানে তিনটি মামলা দায়ের ও এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’
Discussion about this post