হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস মহামারি ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জরিমানার মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন এই শাস্তি দিতে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
মারানহো প্রদেশের প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, শুক্রবার একটি অনুষ্ঠানে এই প্রদেশে গিয়েছিলেন বলসোনারো। সেখানে বহু মানুষের সমাবেশ হয়। কিন্তু কারোর মুখে মাস্ক ছিল না। এমনকী, শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি। প্রেসিডেন্ট নিজেও মাস্ক পরেননি ও দূরত্ববিধি মানেননি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আইনের চোখে সকলেই সমান। তাই নিয়মভঙ্গ করায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাকে জরিমানা করা হবে।
এই বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিতে ১৫ দিন সময় আছে পাবেন বলসোনারো।
ব্রাজিলের মারানহো প্রদেশে ভয়াবহ আকার নিয়েছিল করোনা সংক্রমণ। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ১০০ জনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। মাস্ক পরাও বাধ্যতামূলক। কিন্তু নিজের অনুষ্ঠানে একটি নিয়মও মানেননি বলসোনারো। উল্টো প্রদেশের গর্ভনর ডিনোকে ‘একনায়ক’ বলে কটাক্ষ করেছেন।
করোনার চরম ভয়াবহতার সাক্ষী ব্রাজিল। মহামারিতে মোট মৃত্যুর হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কোভিডবিধি কার্যকর করা নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন বলসোনারো। এমনকী, করোনা টিকার প্রতিও অনীহা প্রকাশ করেছেন তিনি। পরে অবশ্য তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।
Discussion about this post