হার্টবিট ডেস্ক
চীনের টিকা ঠিক সময় মতো আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রবিবার (২৩ মে) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তখন তারা ছয় লাখ টিকা উপহার দেবে বলে জানিয়েছেন।’
‘এছাড়া বাংলাদেশ যে টিকা কিনবে সেটিও সময় মতো সরবরাহ করবে বলে জানিয়েছে চীন’, বলেন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ার বিষয়ে মোমেন বলেন, ‘তারা এখনও কিছু বলেনি। তাদের ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া টিকা রফতানি করা যাবে না বলে তারা আগেই জানিয়েছে।’
Discussion about this post