ক্যারিয়ারডেস্ক
রাজধানীর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের বিভিন্ন পদে ৫১ জন চিকিৎসক ও নার্স নিয়োগ প্রদান করা হবে। মঙ্গলবার (১৮ মে) প্রতিষ্ঠানটির এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে উল্লেখিত নবসৃষ্ট পদসমূহ (২০১০ সালে সৃষ্টপদ) পূরণের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।’
প্রতিষ্ঠানটিতে সহকারী রেজিস্ট্রার-শিশু পদে একজন, সহকারী রেজিস্ট্রার-গাইনী পদে একজন, সহকারী রেজিস্ট্রার- পদে একজন, সহকারী সার্জন পদে দুইজন ও সিনিয়র স্টাফ নার্স পদে ৪৬ জনকে নিয়োগ প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সহকারী রেজিস্ট্রার ও সহকারী সার্জন পদে আবেদনকারীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত স্থায়ী (পূর্ণ) রেজিস্ট্রেশন থাকতে হবে। একইসঙ্গে সিনিয়র সহকারী নার্স পদের জন্য প্রার্থীকে সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে গ্রেড-১০ নার্সিং ডিপ্লোমাসহ, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
আবেদনের শর্তাবলী
১. দরখাস্ত আগামী ০৬ জুনের মধ্যে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে পৌছাতে হবে। অসমাপ্ত, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
২. বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৬ জুনে প্রার্থীর বয়স, মাস ও দিন উল্লেখ করতে হবে।
৩. প্রার্থীদের দরখাস্তে স্বাক্ষর ও খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
৪. দরখাস্তের সাথে লিখিত তথ্য ও কাগজপত্রাদি দাখিল করতে হবে:
ক. প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, বয়স, জন্মস্থান, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা;
খ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র;
গ. জাতীয় পরিচয়পত্র;
ঘ. শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা সাময়িক সনদপত্রের কপি;
ঙ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
চ. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি
ছ. অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। প্রয়োজনীয় সংযুক্ত সকল কাগজপত্র অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে;
৫. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৬. ক্রমিক নং- ১ থেকে ৪ এর প্রেক্ষিতে আবেদনপত্রের সাথে এক হাজার টাকা মূল্যের এবং ক্রমিক-৫ এর ক্ষেত্রে ৫০০ পাঁচশত টাকা মূল্যের পে-অর্ডার (অফেরৎযোগ্য) নির্বাহী পরিচালকের বরাবরে জমা দিতে হবে।
৭. আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আপত্তি গ্রহণযোগ্য নয়।
৮. প্রাপ্ত আবেদনপত্রসমূহ থেকে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে;
৯. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০. প্রার্থীদের অবশ্যই পদের নাম ও বর্তমান ঠিকানাসহ পনের টাকার অব্যবহৃত ডাক টিকেট সম্বলিত একটি ফেরৎ খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে;
১১. বিজ্ঞপ্তিতে প্রকাশিত নিয়োগযোগ্য পদের সংখ্যা প্রয়োজনীয় ক্ষেত্রে কম বেশি হতে পারে।
১২. শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
Discussion about this post