হার্টবিট ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া দুইজন পরিবারের সদস্যকে আর্থিক অনুদান দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ মে) বিকেলের দিকে ঢামেক পরিচালকের কক্ষে মৃতের স্বজনদের কাছে চেক হস্তান্তর করা হয়।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ঢামেক হাসপাতালে করোনাকালে রোগীদের সেবা দেয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও চতুর্থ শ্রেণির কর্মচারী বেদের আলী মারা যান।
তিনি জানান, আমাদের হাসপাতালে এই দু’জন প্রথম করোনাক্রান্ত হয়ে মারা যায়। আজ তাদের দু’জনের পরিবারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। রাশেদুল ইসলামের স্ত্রী আরজিনা খাতুন পেয়েছেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা এবং বেদের আলীর স্ত্রী খাদিজা বেগম পেয়েছেন ২৫ লাখ টাকা।
তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা শুরু থেকেই আমাদের সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। আমাদের হাসপতালে এই দুইজন ছাড়াও অনেকেই মারা গেছেন। আশা করি পর্যায়ক্রমে তাদেরকেও এই আর্থিক অনুদান দেয়া হবে।
Discussion about this post