হার্টবিট ডেস্ক
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ বিজ্ঞানী মারিয়া ভান। সোমবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১১ মে) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারিয়া ভানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরন বি.১.৬১৭ দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার বেশকিছু প্রমাণ মিলেছে। এ কারণে, করোনার এই ধরনকে আমরা বিশ্বব্যাপী উদ্বেগের বলে বিবেচনা করছি।’
২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম করোনার বি.১.৬১৭ ধরন শনাক্ত হয়। মহামারি করোনাভাইরাসের এই ধরনটি অতি সংক্রামক। এ ধরনের কারণে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেন, ভারতের রেকর্ড সংক্রমণ হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু। এই সঙ্কট মোকাবিলায় দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৭৫৪ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। এর ফলে দেশটিতে টানা চারদিন পর করোনা শনাক্ত ৪ লাখের নিচে নামল। টানা তিনদিন পর করোনায় মৃত্যু নেমেছে চার হাজারের নিচে।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ২৯ লাখ ৯২ হাজার ৪৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই লাখ ৪৯ হাজার ৯৯২ জন। শনাক্তর দিকে থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
Discussion about this post