হার্টবিট ডেস্ক
প্রস্রাব বেশি হওয়া(Polyuria)
পলিইউরিয়া হলো অস্বাভাবিকভাবে নি:সরণের বৃদ্ধি পাওয়া।এজকন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ৩ লিটারের বেশী মূত্র নি:সরণ হলে তাকে পলিইউরিয়া বলে।
কারণ:
১) অতিরিক্ত মাত্রায় তরল জাতীয় খাবার গ্রহণ করা;
২) রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া( Hyperglycaemia);
৩) ক্র্যানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes insipidus); অর্থাৎ ADH নি:সরণের মাত্রা হ্রাস পাওয়া;
৪) নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস ( Nephrogenic diabetes insipidus); নালীর কার্যকারিতা ত্রুটিজনিত কারণে সৃষ্ট-
#)লিথিয়াম অথবা মূত্রনি:সারক গ্রহণ;
#) ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস ( Interstitial nephritis);
#) দেহে পটাশিয়াম কমে গেলে (Hypokalaemia);
#) দেহে ক্যালসিয়াম বেড়ে গেলে ( Hypercalcaemia)
লক্ষণ :
১) দেহে পানির ঘাটতি দেখা দেয় এবং রোগী ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে;
২) মাঝে মাঝে তীব্র মাথা ব্যথা হতে পারে;
৩)দেহে পানির ঘাটতি থাকার কারণে চোখে ঝাপসা দেখতে পারা;
৪) দেহে রক্ত চাপের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।
পরামর্শ-
১) নির্দিষ্ট মাত্রায় তরল খাবার গ্রহণ করতে হবে;
২) ঘুমানোর পূর্বে তরল খাবার বর্জন করতে হবে;
৩) ক্যাফেইন এবং অ্যালকোহল জাতীয় তরল পান করা হতে বিরত থাকতে হবে।
সবশেষে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
Discussion about this post