হার্টবিট ডেস্ক
ঈদের ছুটিতে যেভাবে মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন সেটা অত্যন্ত উদ্বেগজনক ও আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্ত। রোববার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিনে এ আশঙ্কার কথা জানান তিনি।
গত কয়েক দিন ধরে শনাক্তের হার ১০ শতাংশের নিচে আছে উল্লেখ করে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, শনাক্তের হার নিচে নেমে গেছে এটা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। ঈদের ছুটিকে কেন্দ্র করে যে সংখ্যক মানুষ রাজধানী থেকে গ্রামের পথে ছুটে যাচ্ছেন এবং পথে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক ও আশঙ্কাজনক।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘ভারতীয় যে ভ্যারিয়েন্টটি এসেছে সেটিকে সতর্কতার সঙ্গে দেখা উচিত। এর প্রতি আমাদের বিশেষ মনোযোগ আছে। দেশবাসী ভয় না পেয়ে এ পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারলে বর্তমানে করোনা সংক্রমণের যে স্থিতি অবস্থা রয়েছে তা ধরে রাখা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘সামনে বর্ষাকাল। প্রাক বর্ষা মৌসুমে পরিচালিত এক জরিপে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বেশকিছু এলাকায় বিপুল পরিমাণ এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। এ করোনাকালে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর পরিমাণ বৃদ্ধি পেলে মৃত্যুর সংখ্যা বাড়ারও আশঙ্কা রয়েছে।’
Discussion about this post