ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা সেবার বেহাল অবস্থা বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরুল হাসান রবিকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন নেফ্রোলজি বিভাগের ডা. ঘাসানুল ইসলাম আসাদ ও মেডিক্যাল অফিসার ডা. আমিন ইসলাম নূর। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দীন ফরাজী। তিনি বলেন, বাংলা ট্রিবিউনে আইসিইউয়ের সেবা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে হাসপাতালের পরিচালক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
তবে এ বিষয়ে জেলা বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া জানান, আইসিইউ পরিচালনার জন্য দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। পুরোনো যারা ছিলেন তারাই কাজ করছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা দায়িত্ব যথারীতি পালনের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোনও অবহেলা থাকলে বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের তাগিদ দেন তিনি।
এরআগে, গত ১ মে দেশের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘ময়মনসিংহ মেডিক্যালে নামকাওয়াস্তে আইসিইউ সেবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয়। গত ১ মে রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ টকশোতেও এ নিয়ে আলোচনা হয়। ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম বলেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে তিন কার্যবিসের মধ্যে প্রতিবেদন দেবে ও সে অনুযায়ী ব্যবস্থা নেবে। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের ফলে আইসিইউ সেবার মান বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। সুত্র- বাংলা ট্রিবিউন
Discussion about this post