হার্টবিট ডেস্ক
মায়োমেক্টমি কী ?
মায়োমেক্টমি একটি সার্জারী পদ্ধতি যার সাহায্যে ইউটেরিন ফাইব্রয়েডস বা লিয়োমায়োমাস বাদ দেওয়া হয় । ইউটেরিন ফাইব্রয়েডস, ইউটেরাস বা জরায়ু তে হওয়া এক ধরনের নন-ক্যান্সেরিয়াস (যেখান থেকে ক্যান্সার হয় না ) টিঊমার যা মূলত শিশু প্রস্রবকালে হতে দেখা যায়, তবে এটি যেকোন বয়সেই হতে পারে । হিস্টেরেক্টমি সার্জারীতে সম্পূর্ন ইউটেরাস বাদ দেওয়া হয় কিন্তু মায়োমেক্টমি সার্জারীতে শুধুমাত্র ইউটেরাসের ফাইব্রয়েডস বাদ দেওয়া হয় কিন্তু ইউটেরাস বা জরায়ু আগের মতই থাকে ।
মায়োমেক্টমি সার্জারী কেন করা হয়ে থাকে ও এর জন্য খরচ কত হয় ?
ইউটেরিন ফাইব্রয়েডস এর ফলে রোগীর যদি কোন শারীরিক কোনো অসুবিধা হয় বা রোজকার কাজ করতে সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসক মায়োমেক্টমি সার্জারীর পরামর্শ দিয়ে থাকেন ।হিস্টেরেক্টমি সার্জারীর (সম্পূর্ন জরায়ু বাদ দেওয়া হয়) পরিবর্তে মায়োমেক্টমি সার্জারী করানোর যেসব কারন হতে পারে, সেহুলি হল –
- আপনি বাচ্চা নেওয়ার কথা ভাবলে
- আপনার চিকিৎসক যদি বুঝে থাকেন যে, ইউটেরিন ফাইব্রয়েডস আপনার গর্ভধারনে কোনরকম সমস্যা আনবে না
- আপনি যদি ইউটেরাস বাদ দিতে না চান
মায়োমেক্টমি সার্জারীর খরচ ভারতের বিভিন্ন হসপিটালে বিভিন্ন হয় । কিন্তু কলকাতার ডিসান হসপিটালে মায়োমেক্টমি সার্জারী, পূর্ব ভারতের অনান্য হসপিটালের তুলনায় অনেক ন্যায্য মূল্যে করা হয়ে থাকে ।
মায়োমেক্টমি সার্জারীর ফল কী হয় ?
মায়োমেক্টমি সার্জারীর পর –
- শারীরিক সমস্যা থেকে মুক্তিঃ মায়োমেক্টমি সার্জারীর পর, মাসিক বা পিরিয়ড এর সময় অত্যধিক রক্তপাত হওয়া, তলপেটে ব্যাথা প্রভৃতির মতন শারীরিক সমস্যা বা উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায়।
- গর্ভসঞ্চার ক্ষমতা বাড়েঃ মায়োমেক্টমি সার্জারীর করে সাবমিঊকোসাল ফাইব্রয়েড বাদ দেওয়া হয়, যার ফলে গর্ভসঞ্চার ক্ষমতা বেড়ে যায় ও গর্ভধারনের অনেক জটিলতা কমে যায় ।
মায়োমেক্টমি সার্জারী কে করে থাকেন ?
গাইনেকলজিক্যাল সার্জেন এই সার্জারি করে থাকে।
মায়োমেক্টমি সার্জারীর পর কী করতে হয় ?
মায়োমেক্টমি সার্জারীর পর ডিসচার্জের সময় চিকিৎসক আপনাকে কিছু ওষুধ খাওয়ার জন্য দেবেন ও তার সাথে ডায়েট বা কী ধরনের খাবার আপনি খেতে পারেন ও রোজকার কী কী কাজ আপনি করতে পারবেন বা পারবেন না প্রভৃতি বলে দেবেন । সম্পূর্ন সুস্থ না হওয়া পর্যন্ত ভারী কোন জিনিস তোলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, গড়ি চালানো, বেশী কাজ করা প্রভৃতি না করাই উচিত ।
মায়োমেক্টমি সার্জারীর পর সুস্থ হতে কতদিন সময় লাগে ?
সার্জারীর পর আপনি কতদিনে সম্পূর্ন সুস্থ হয়ে যাবেন তা নির্ভর করছে আপনার কী ধরনের সার্জারী হয়েছে তার উপর।
- অ্যাবডমিন্যাল মায়োমেক্টমি: সুস্থ হতে সাধারণত 4-6 সপ্তাহ সময় লাগে ।
- ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি: সুস্থ হতে সাধারণত 2-3সপ্তাহ সময় লাগে ।
- হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি: সুস্থ হতে এক সপ্তাহেরও কম সময় লাগে ।
Discussion about this post