হার্টবিট ডেস্ক
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নাম এবং ছবি ব্যবহার করে কোভিড-১৯ চিকিৎসার একটি চিকিৎসাপত্র প্রচারিত হচ্ছে অনলাইনে। ভুয়া ওই ব্যবস্থাপত্রে একটি নামকরা ওষুধ কোম্পানির তৈরি ওষুধসহ নানা পরামর্শ দেয়া হয়েছে। মৃদু মাত্রার করোনা সংক্রমণের ক্ষেত্রে ১০টি ট্যাবলেট, মাঝারি মাত্রার করোনা সংক্রমণের ক্ষেত্রে ১৩টি ট্যাবলেট ও গুরুতর মাত্রার সংক্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেয়া হয়েছে সেখানে।
বিষয়টি নিয়ে চিকিৎসক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
Discussion about this post