আবুল হাসনাত জোয়ারদার,
অধ্যাপক নাক, কান ও গলা বিভাগ ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
কণ্ঠনালির সূক্ষ্ণ অপারেশনসহ নাক, কান, গলার অনেক অপারেশনই অত্যন্ত সফলভাবে লেজারের মাধ্যমে করা যায়। লেজার হচ্ছে বিশেষ ধরনের আলোকরশ্মি। এই রশ্মিকে ব্যবহার করা হয় অপারেশনের জন্য ব্যবহূত ব্লেডের বিকল্প হিসেবে কিংবা বৈদ্যুতিক প্রবাহ দিয়ে পুড়িয়ে দেওয়ার উন্নত বিকল্প প্রযুক্তি হিসেবে। লেজারের সুবিধা হচ্ছে অত্যন্ত সরু ও সূক্ষ্ণ রেখার মতো এটি যেমন কাটতে পারে, তেমনি কাটা অংশ কতটুকু গভীর হবে তাও আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া যায়।
লেজার রশ্মি একই সঙ্গে কাটে এবং রক্তক্ষরণ বন্ধ করতে পারে। কোনো কোনো সময়ে কোষ-কলাকে বাষ্পীভূত করে দেওয়া যায়। এসব কাজের সময় আশপাশের কোষকলায় ততটা প্রভাব পড়ে না। তাই অপারেশনজনিত ইনজুরি খুবই কম হয়। তবে এ অপারেশনের জন্য সার্জনকে অবশ্যই দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। একইভাবে অজ্ঞানের কাজে নিয়োজিত চিকিৎসককে হতে হবে বিশেষভাবে প্রশিক্ষিত। তবে নাকের অপারেশনে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে অজ্ঞান ও অবশ করে কাজটি করা যাচ্ছে।
নাক, কান, গলা বিষয়ে যেসব অপারেশন লেজার রশ্মি প্রয়োগে করা যায় সেগুলো হচ্ছে-
-নাকের টারবিনোপ্লাস্টি বা অ্যালার্জিজনিত কারণে নাসারল্প্রেব্দ বেড়ে যাওয়া মাংসপিণ্ডকে কার্যকরভাবে সংকুচিত করে দেওয়া।
-কানের পলিপ কেটে ফেলা।
-জিহ্বা কিংবা গালের ভেতরের দিকে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা মাংসপিণ্ড কিংবা টিউমার/ক্যান্সারের অপারেশন।
-নাক ডাকা কিংবা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের জন্য প্রযোজ্য অপারেশন।
-টনসিলের অপারেশন, কণ্ঠনালির ভোকাল কর্ডে বেড়ে ওঠা বিভিন্ন ধরনের পিণ্ড কেটে ফেলা।
-নাকের ও চোখ দিয়ে অনবরত পানি পড়া দূর করার জন্য প্রযোজ্য অপারেশন ইত্যাদি।
লেজার প্রযুক্তির মাধ্যমে এসব অপারেশনের বাড়তি সুবিধা হলো-
-অপারেশন সুনির্দিষ্টভাবে দরকারি স্থানে করা যায় বলে কাটা-ছেঁড়া অনেক কম লাগে। ফলে অপারেশনজনিত আঘাত কম হয়।
-রোগী তুলনামূলকভাবে অপারেশনের পর অনেক কম ব্যথা অনুভব করে।
-খুব কম সময় হাসপাতালে থাকতে হয়।
-লেজার দিয়ে কাটা-ছেঁড়া করা হয় বলে রক্তক্ষরণ হয় না বললেই চলে।
Discussion about this post