হার্টবিট ডেস্ক
সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের সহায়তায় দেশের প্রথম ডিজিটাল ব্লাডব্যাংক ‘ব্লাডম্যান’ দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘চ্যাট বেসড ফ্রি মেডিকেল কনসাল্টেশন সার্ভিস’।
মঙ্গলবার (২৭ এপ্রিল) এ সেবার উদ্বোধন করা হয়।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে ‘ব্লাডম্যান’ ফেসবুক পেইজে। যেখানে জ্বর, সর্দি, কাশিসহ যেকোন রোগের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন যে কেউ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুর রাকিব ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি কাজী হোসনে আরা। অনুষ্ঠানে অংশগ্রহন করেন ব্লাডম্যান এর ফাউন্ডার এবং ব্লাডম্যান এর কো-ফাউন্ডারগন। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসারি ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছিলো ব্ল্যাডম্যান ফেসবুক পেইজ থেকে।
এসময় প্রধান অতিথির মো. আব্দুর রাকিব ব্লাডম্যান এর প্রশংসা করে বলেন, মহামারি এই সময়ে সাধারণ মানুষের জন্য ব্লাডম্যান যেসব উদ্যোগ গ্রহণ করছে সেগুলো প্রশংসার দাবিদার। তিনি আহ্বান জানান, ভবিষ্যতেও ব্লাডম্যানের কাছ থেকে জনকল্যাণমূলক উদ্যোগ আশা করেন এবং আইডিয়া প্রজেক্ট, আইসিটি ডিভিশন সব সময় পাশে থাকবে বলে জানান তিনি।
বিশেষ অতিথি কাজী হোসনে আরা ব্লাডম্যানকে শুভকামনা জানিয়ে বলেন, ‘সেইন্ট মার্টিনের স্বাস্থ্য সেবা দেয়ার পাশাপাশি সারা দেশে স্বাস্থ্য সেবা চালিয়ে যাবার জন্যে।’
ব্লাডম্যান এর ফাউন্ডার ও সিইও মো. শাহরিয়ার হাসান জিসান স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি সাধারণ মানুষকে ব্লাডম্যান এর আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহনের জন্য আহ্বান জানান।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সাধারণ মানুষদের যোগাযোগ করতে হবে ব্লাডম্যান এর ফেসবুক পেইজে facebook.com/BloodmanBD। ফেসবুক পেইজে, ম্যাসেজে রোগির নাম, নাম্বার, অসুস্থতার কারণ উল্লেখ করে ম্যাসেজ করলেই অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
Discussion about this post