দেশে এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা। আজ ২৭ এপ্রিল জরুরি ব্যবহারে জন্য অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটিনক-ভি। ওষুধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, চীনের সিনোফার্ম নিয়েও শিগগিরিই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মঙ্গলবার ( ২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা আজ স্পুটনিক-ভি এর অনুমোদন দিলাম। সরকার আরও ভ্যাকসিন নিয়ে কাজ করছে। আমরা আরও বিকল্প চিন্তা করছি। এরপর সিনোফার্মও আমাদের অ্যাকটিভ কনফার্মেশনে আছে। একের পর এক ভ্যাকসিন আসতেই থাকবে। আমরা একটি, দুটি অথবা তিনটিতে সীমাবদ্ধ থাকবো না। আমাদের বহুসংখ্যক ভ্যাকসিন আসবে। তবে এ টিকা কার্যক্রম চলবে সরকারিভাবে, বেসরকারিভাবে এখনও কোনও টিকা আনার পরিকল্পনা নেই।’
এই কর্মকর্তা বলেন, দেশের জন্য প্রয়োজন এখন ভ্যাকসিন। অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও স্পুটনিক, সিনোফার্ম, মর্ডানার ভ্যাকসিন নিয়েও সরকার চেষ্টা করছে। আমরা ভ্যাকসিন পেয়ে যাবো।
Discussion about this post