হার্টবিট ডেস্ক
কাল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার (২৫ এপ্রিল) অধিদপ্তরের টিকাদান কর্মসূচির সমন্বয়ক শাসমুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রথম করোনার টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।
Discussion about this post