কারো কারো দাঁতে কালচে বা লালচে দাগ পড়ে। এ নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। দাঁতে দাগ পড়লে জনসম্মুখে কথা বলতে লজ্জা পেতে হয়। এবার জেনে নিন যেভাবে সহজে দাঁতের কালচে ছোপ দূর করবেন।
দাঁতে কালচে, লালচে বা হলুদ ছোপ থাকলে যতই সাজ গোজ করুন না কেনো ভালো লাগবে না। সে পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই বিষয়টা এক। নিয়মিত সিগারেট, বিড়ি বা পান-মশলা জাতীয় কিছু খাওয়ার অভ্যাস থাকলে দাঁতে এই ধরণের দাগ দেখা দেয়। তাই আগে চেষ্টা করুন এগুলো ছেড়ে দেয়ার। এরপর করুন ঘরোয়া পদ্ধতি ব্যবহার। পেয়ে যান পছন্দের ঝকঝকে দাঁত ও হাসি। ছবি: সংগৃহীত
দাঁতের দাগ কিংবা ছোপ দূর করতে লেবু খুব কাজে আসে। লেবু খাওয়ার পর সেই খোসা ফেলে না দিয়ে ভালো করে দাঁতে ঘষে নিন। কয়েকদিন এভাবে ঘষলেই সমস্যা থেকে মুক্তি পাবেন। ছবি: সংগৃহীত
কলা খাওয়ার সময় কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘষুন। দ্রুত ফল পাবেন। ছবি: সংগৃহীত
খাবার সোডা দিয়ে সপ্তাহে তিন দিন দাঁত ঘষুন। দাঁত ঝকঝক করবে। এমনকি মুখের গন্ধ দূর হবে, মাড়িও ভালো থাকবে। ছবি: সংগৃহীত
স্কেলিং করলে দাঁতের হলুদ ভাব চলে যায় ঠিকই, কিন্তু বেশি স্কেলিং করা ঠিক নয়। বছরে কতবার স্কেলিং করা যাবে এ বিষয়ে ডক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া একটি পান পাতা নিয়ে তাতে সরিষার তেল লাগিয়ে নিন। এরপর মোমবাতির আগুনে পান পাতা গরম করে, দাঁতে ভালো করে ঘষুন। এবার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। এভাবে কয়েকবার করলেই দাগ চলে যাবে। ছবি: সংগৃহীত
Discussion about this post