আইসিইউ আর অক্সিজেন রিফিলের জন্য জেলা শহর থেকে রোগীদের ছুটতে হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। আইসিইউ’র আর অক্সিজেন রিফিল না থাকায় করোনার উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে চরমভাবে।
এদিকে, অক্সিজেন রিফিল সেন্টারগুলোতে সরবরাহের চাপ বেড়েছে কয়েক গুণ। তাই সংকট উত্তরণে সামগ্রিক পরিসরে পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর জোর তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ আতিকুল হক।
নরসিংদী থেকে ঢাকা গাড়ির সামনে পেছনে জরুরি সাইরেন বাজছে। সব অ্যাম্বুলেন্স গন্তব্য ঢাকা, অথচ লকডাউনে রাস্তার এ জ্যামে সাইরেন শোনবার যেন কেউ নেই।
করোনা সংক্রমণের ঝুঁকির তালিকায় নরসিংদী ৬ নম্বরে। অথচ এ জেলায় হাসপাতালে নেই আইসিইউ ব্যবস্থা।
একই অবস্থা মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালে। মানিকগঞ্জ সদর হাসপাতালে করোনা সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট থাকলে শিল্পনগরী নারায়ণগঞ্জে তিনশো বেডের হাসপাতালে যে অক্সিজেন প্ল্যান্ট আছে তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত। তাদেরও ছুটতে হচ্ছে ঢাকায়।
রিফিল স্টেশনগুলো ঘুরে দেখা যায়, ন্যূনতম বিরতির জো নেই তাদের। বর্তমানে প্রতিদিন এক একটি স্টেশনে রিফিল চাহিদা তিন হাজার। কিন্তু দু হাজারের বেশি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের সময়টিতে প্রয়োজন সুষ্ঠু ও পরিকল্পিত সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা।
বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ আতিকুল হক সময় নিউজকে বলেন, করোনা উপদ্রিত যে এলাকাগুলো আছে, সংক্রমণ ঘন এলাকা সেইসব এলাকাতে আইসোলেশন ক্যাম্প করতে হবে দ্রুত এবং সেখানে অক্সিজেন ব্যবস্থা করতে হবে। সুত্র- সময় নিউজ টিভি
Discussion about this post